শব্দব্রাউজ ১৫৩। নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৫৩। নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ১৬।৪। ২১ সময় সাতটা পন্ঞ্চাশ মিনিট । মনের দুয়ার যত খোলা থাকবে তত আনন্দ । তত বেশি অক্সিজেন । জীবন না হয় চলুক এইভাবে ।
শব্দসূত্র : দুয়ার খোলা রাখি
দুয়ারে ঘা দিতে হয় না,
দুয়ার তো আপনিই খোলা ।
খোলা জীবন খোলা খাতা
সব আনন্দের । স্তব্ধতা কোন
গ্রাস করে না ।
রাখি আমন্ত্রণ এ বুকে,
নিঃস্ব হোক সব স্বজন
হোক কলরব অবিরাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন