সংকল্প ফাউন্ডেশনের বর্ষবরণ অনুষ্ঠান
ড.শান্তনু পাণ্ডা
শুভ নববর্ষের পথ চলা শুরু সংকল্প ফাউন্ডেশন এর। একটি বৃদ্ধাশ্রমের
আজ সকাল 10 টায় মেদিনীপুর শহরের ডক্টর রজনীকান্ত দোলই এর মেদিনীপুর বৃদ্ধাশ্রমের আবাসিক এবং নেশা মুক্তি নিরাময় কেন্দ্রে আবাসিকদের মধ্যে কেক, বিস্কুট, মিষ্টি, ফল বিতরণ করা হয়। প্রথমে আশ্রম এর প্রতিষ্ঠাতা ও বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব এবং আগামী দিনে পথ চলার শুরু হয়। সুচিন্তিত বক্তব্য রাখেন নরোত্তম দে, ডঃশান্তনু পান্ডা, পারমিতা সাউ, সংগঠনের সদস্য অরুন পাল একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এবং বিদ্যুৎ ভট্টাচার্য স্বচরিত কবিতা পাঠ করেন। আবাসিকদের মধ্যে দুজন বৃদ্ধা গান ও আবৃত্তি পরিবেশনা করেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সুচারু ভাবে সম্পন্ন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা ।উনাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অলোক মালাকার,শান্তি বাবু।
সংগঠন থেকে উপস্থিত ছিলেন মন্টু সাউ,পিন্টু সাউ,রাকেশ দাস,শিবু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন