শনিবার, ১০ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৪৬ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৪৬ || নীলাঞ্জন কুমার



 

শব্দব্রাউজ ১৪৬ । নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা সকাল সাড়ে আটটায় । ওস্তাদের মার শেষ রাতের মতো সকলের আসেনা । আসেনা বলে এত মেহনত।


শব্দসূত্র:  ওস্তাদের শেষ রাত


ওস্তাদ হলেই যে শেষ রাতে
মারপ্যাঁচ দেখাতে হবে এর
কোন মানে নেই । ওস্তাদি
ফুটে ওঠে তার চোখে মুখে ।
যা কথা বলে ।

তবু শেষ রাতের বাহাদুরি দেখতেই
শ্রোতারা জমা হয় । শেষ রাতের সব
ঘুম কেড়ে নেয় ওস্তাদ ।


রাতের জ্যোৎস্নায় বাহাদুরি মিশে যায় ।

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...