শব্দব্রাউজ ১৩৮ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৩৮ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল সাড়ে ন ' টা । কোন একদিনের কথা হঠাৎ মনে পড়লে অন্য অনুভূতি হয় ।
শব্দসূত্র: কোন একদিন
কোনদিনের স্বপ্ন ছুঁয়ে থাকি
কোনদিন । কোনদিনের বিষাদ
মিশে যায় কোন একদিনে । কোনদিনের
অপমান হঠাৎ মনে এলে তাড়িত হই
দুঃখে রাগে ।
একদিন নিভৃতে থাকার জন্য
ধৈর্য চাই । একদিন সত্যের সঙ্গে
থাকার জন্যে স্থৈর্য চাই ।
চাই সাহস, স্পর্ধা, উৎসাহ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন