শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৪৫ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৪৫ || নীলাঞ্জন কুমার



 


  শব্দব্রাউজ ১৪৫। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৮।৪। ২১ সকাল সাড়ে আটটা । নিঃস্বতার দুঃখ পথে ঘাটে । বড় স্বাভাবিক এই চোখে ।


শব্দসূত্র:  জীবন নিঃস্ব হলে


জীবনের বাড়বাড়ন্ত আছে আবার নিঃস্বতাও আছে ।
দুই দেখি । বাড়বাড়ন্তকে জানিয়ে ধরতে চাই আর
নিঃস্বকে দূর ছাই । এইতো জীবন কাকা  !

নিঃস্ব শব্দটির সঙ্গে কেন যে দুঃখ মিশে থাকে ।
বড় কদর্য মনে হয় । ভুলতে চাই বলে তার সঙ্গে
গলাগলি নেই ।

বাড়বাড়ন্ত হলে জীবন ধন্য,  তাই স্বপ্নে ছুটে আসে বৈভব । ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...