বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এখানে বুজরুকি নেই || বর্ণজিৎ বর্মন

এখানে বুজরুকি নেই

বর্ণজিৎ বর্মন 



হ্যাঁ, 

হোটেলের দরজা খোলা আছে ,

আকাশ ছোঁয়া যায় জানালা খুলে 

মেঘ তো ঘরের মেঝেতে আলপনা দেয় সকলেই জানে ,গাছও


এখানে কোনো বুজরুকি নেই 

সুদূরতা গভীর মতো নেমে গেছে 


নামার কোনো ধরন নেই 

সোজা ,একে বেকে একেবারে পাহাড়ের 

সানুদেশে 

দুটি তরুণী নেচে গেয়ে সেল্ফিতুলে 


খোপায় গোজা পাহাড়ি ফুল ও ঝর্না 

হাতে তুলে ধরে বাঁ হাতে আড়ালের ছায়া 

পাহাড়ি ঝর্না মেলে ধরে মায়া ।


ভালোবাসা এখানে রঙিন নীল খামে চিঠি লেখে 

পাঠায় বামনহাটি প্যাসেঞ্জার লোকালে 

অসুস্থ যে বসে অপেক্ষায় 

ভোর সাড়ে ছটায় হাতে পৌঁছাবে 

এখানে বুজরুকির কোনো  স্থান নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...