শব্দব্রাউজ ১৪০ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৪০ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ৪।৪।২০২১। সকাল সাড়ে নটায় । আটপৌরে কথাটার ভেতরে আলুথালু ভাব আছে । এ জীবনযাপন ভীষণ আরামদায়ক ।
শব্দসূত্র : আটপৌরে জীবনচর্যা
আটপৌরে সময় ছুটে আসে
মিশে যায় জীবনযাপনে।
আটপৌরে স্নেহময় দিন
ডাকে আর ডাকে । নিজেকে
যান্ত্রিক করে লাভ কি?
জীবনচর্যা বহুরকম করা যায় ।
অবসাদ কিংবা উদ্যমের ভেতরে
গড়ে তুলি নিজের সংহার নয়তো
নতুন সত্তা । বহুরকমের যাপন
মিশে থাকে দিনরাত ।স্থান কাল পাত্র
ভেদে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন