বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

কিছু বই কিছু কথা ২৮৭ । নীলাঞ্জন কুমার উপেক্ষায় ফেরালে মুখ । আবদুস শুকুর খান । বানীপ্রকাশ । পঁচিশ টাকা

কিছু বই কিছু কথা ২৮৭ । নীলাঞ্জন কুমার




উপেক্ষায় ফেরালে মুখ । আবদুস শুকুর খান । বানীপ্রকাশ । পঁচিশ টাকা

' তুমি যদি এই বিপন্ন মুহূর্তে ভেঙে ডাক দাও/  সমগ্রে যাবার/  আমি সমস্ত আঁধার ভেঙে তোমার/  প্রিয় ঘুম হতে পারি । ' (' অনন্তে') , কিংবা ' একা উদভ্রান্ত মানুষ নিরন্ন  পায়ে  হেঁটে যাচ্ছে/  বড় রাস্তার ধারে ..../ তার পায়ে পায়ে উঠে আসা ধুলোর অন্তর্নিহিত আর্তনাদ । '
( ভেতরে যাবার আকাঙ্ক্ষা ' ) র মত পংক্তি অবলীলায় লিখে ফেলতে পারেন সত্তরের এক আত্মস্থ কবি আবদুস শুকুর খান । তাঁর কবিতার প্রতিটি শব্দ যদি নিষ্ঠা নিয়ে  ভাবনা করা যায় তবে বোঝা যায় এক অত্যুচ্চ ভাবনার ভেতর তিনি অবস্থান করছেন । যেখানে পৌঁছাতে সময় লাগে । তাঁর ১৯৯৬ সালে তৃতীয়   কাব্যগ্রন্থ  ' উপেক্ষায় ফেরালে মুখ ' পড়ে এ কথা বিশেষভাবে  মনে আসে ।
              কবির কবিতার ভেতর যে পরিমিতিবোধের সন্ধান পাই,  তাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে হয় । যেমন  : ' যদি সরে যায়,  স্নেহময়ীর নীল নির্জন হাত / ভয় নেই/  দুঃখ রাখার মত সমগ্র দিগন্ত পড়ে আছে । ' ( ' অনন্য সুন্দর থাকে চিরকাল), ' পরম বন্ধুর মতো ' ত্রাতা ' এসে দাঁড়াবে দীনতায়/  দুঃখের পাশে , মুছে ফেলে দুঃখ জীবন,  ক্ষমায় । ' (' দুঃখ যেমনই হোক ')।
                  কবির উদ্ধৃত পংক্তিগুলি তাঁকে সত্তর দশকের এক ভিন্নধর্মী কবির বৈশিষ্ট্য দিয়েছে । অকাল প্রয়াত কবি প্রমোদ বসুর প্রচ্ছদ অঙ্কনগুণে যোগ্য । তবে বড় ফাঁকা ফাঁকা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...