O T থেকে বেরুনুর পর
বর্ণজিৎ বর্মন
উহু আহা কি নিদারুণ কষ্ট
কে শুনে কার কথা ভুরুক্ষেপ নেই
অবশ শরীর পরে আছে শ্রীরাম পুরের পুণ্য ভূমিতে
বুঝতে পারছি,
ঈশ্বর ছাড়া কেউ আমার কথা শুনতে ও বুঝতে
পারছে না, আমি এখন একা ,ভীষণ একা
ঈশ্বরের খুব কাছাকাছি
একটু শক্তি দাও একটি সবুজ পাতার নিচে বেঁচে থাকতে চাই ।
আমি শুনতে পারছি পার্থিব পৃথিবীর সমস্ত কথা কাকলি -
বাড়ির আত্মীয় স্বজনের কথা , মাসি ,সিস্টার ,ডক্টর
সবার কথা ,
আমি বেকুল কবে বাড়ি ফিরব , কবে হাট ব এই মহাপৃথিবীর রূপসী গলি গুলি , কি সুন্দর ভোরের বাতাসে ভেসে আসে দুয়েলের শিস , আজানের সুর, হরিণাম ধ্বনি
আহা , মা এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে বাবু ঠিক হয়ে যাবি তারাতারি
কোনো অসুবিধে হয় নি বাবু
এ ডাক আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রিয়
তুলনাহীন -
আমার এই কবিতার শেষ লাইন থেকে আরো হাজার হাজার কোটি কোটি কবিতা জম্ন নেবে আমি জানি ,
একটি সবুজ পাতা চাই
সবার জন্য বরাদ্য থাক একটি সবুজ পাতা -
এই কবিতা সেই অমর ডাক কে ই উৎসর্গ করলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন