বুধবার, ৩ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১১০ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১১০ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ১১০।  নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । সকাল ৮টা ৪০ মিনিট । আড়ি ভাবের ভেতরে দুঃখ আনন্দ জমে থাকে আর আমরা তাকে আনুভব করি । জ্যোৎস্নার সঙ্গে আড়ি হলেও জ্যোৎস্না ছেড়ে যায়  না । এটাই সত্য ।


শব্দসূত্র  ;  জ্যোৎস্না করেছে আড়ি



১। জ্যোৎস্নার ভেতর থেকে
     প্রতিটি  আলোর সঙ্গে
     ভাব করতে চাই।


২। জ্যোৎস্না করেছে আড়ি
     তবু আমি তার সাথে
     ঠিক ভাব করবই ।


৩। আড়ি ভাব শিল্পসুলভ
      যাক থেকে যাক
     এই ছেলেখেলা ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...