চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৯০
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ০৪-০৩-২০২১; সন্ধ্যা ৬:২৫; কার যেন এলো চুল ৷ জানালার ওপ্রান্তে ৷ সন্ধ্যা দেখলে মনে হয় ৷৷ মুখ ৷ ত্বক ৷ পরিচর্যায় প্রকৃতি ৷৷ হঠাৎ ডেকে ওঠা পাখির ঠোঁট ৷ সন্ধ্যার কপালে ৷ চুমু ৷৷ একটু হাওয়া বয়ে যা ৷ কবির বুকে ৷৷ ছিটকিনি খুলতেই ৷ দরজা বলে উঠলো ৷ সিঁড়ি ৷ তোমার জন্য ৷ তোমার জন্যই ৷৷ পা ফেলায় ৷ শব্দে শব্দে ৷ দিশাহীনতা ছাড়া ৷ নতুন কী !! জানালার ওপ্রান্ত ৷ ভাবতে শেখাও ৷ পাখিকে ৷৷ পাখি ভাবছে ৷ ভাবতে ভাবতে ৷ আনন্দে ৷ হাসতে হাসতে ৷ উদ্বেগে ৷ টলতে টলতে ৷ গাছকে বললো ৷ চুপ থেকো না ৷৷ তারাও নাকি গাইবে ৷৷ কারণ ৷ সৌন্দর্যের গান ৷ গাইতে হয় ৷৷ মনে মনে হলেও ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন