চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৮
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ০২-০৩-২০২১; সন্ধ্যা ৬:৫১; জানালায় আটকে ৷ অন্ধকার ৷ কাৎরাচ্ছে ৷ মাইকের আওয়াজে ৷৷ টেবিলে একাকী ৷ এয্যাস ট্রে ৷ ধূমপানের কেউ নেই ৷৷ দূরের আকাশে ৷ টিমটিম করে জ্বলছে ৷ বাল্বগুলি ৷৷ আরে, এত কম আলো ? সৌন্দর্য হারাচ্ছে ৷ অন্ধকার ৷৷ আলপথের ঘাসগুলি ৷ শান্ত ৷ ঠাণ্ডা ৷৷ ওকে প্রশ্ন করছে অন্ধকার ৷ ফাল্গুনের রোদ কেমন লাগে ? হাওয়া দিচ্ছে উত্তর ৷ মস্করা করো না প্রিয় ৷৷ মোবাইলের কি-প্যাড ৷ হাসতে হাসতে টুকতে থাকছে সব ৷ টুকছে ৷৷ যেমন ভাবাচ্ছে চারপাশ ৷৷ ঘর কিংবা ৷ ঘরের বাইরে মাঠ ৷ বিড়ির টান থেকে ৷ ঠিকরে পড়া আগুনে ৷ মুক্তি দিতে পারেনা ৷ অন্ধকারকে ৷৷ চারপাশ বুঝে নিচ্ছে ৷ সব আগুন ৷ সমান নয় ৷ আগুন কোথায় ছুঁয়ে আছে ৷ সেটাও বিষয় ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন