চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৭
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ০১-০৩-২০২১; সন্ধ্যা ৬:৩২; ভাবেনি ৷ জেগে উঠতে পারবে ৷৷ কিছু অক্ষর ৷ মলাটের ভেতর ৷ পাশাপাশি থাকছে দীর্ঘকাল ৷৷ গল্প করছে ৷ খুনসুঁটিও ৷৷ হঠাৎ আবেদন জানাচ্ছে ৷ কলা ৷ সংস্কৃতি ৷ ফিরে এসো স্বমহিমায় ৷৷ সোনার বাংলা ৷ অপেক্ষা জাগরণে ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন