বুধবার, ২৪ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১৩০ || নীলাঞ্জন কুমার

শব্দব্রাউজ ১৩০ || নীলাঞ্জন কুমার





শব্দব্রাউজ ১৩০। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল  ৭টা ৫০মিনিট ২৪। ৩। ২০২১। মনের কথা না বলতে পারলে যে কষ্ট,  তার অনুভূতি আমার জানা । তোলপাড়  মনের কথা যত অপাংক্তেয় হোক না কেন তার শেয়ার করা উচিৎ ।


শব্দসূত্র:  তোলপাড় মনের কথা



মনেতে তোলপাড় করা কথা
কি করে যে আবর্তন ঘটে!  তুমি
আমি সকলে সেই যন্ত্রণায়।


সব কথা কি মনে ধরে রাখা যায়? 
সব যন্ত্রণা কি নীরবে সহ্য হয়?



কথা আসে কথা যায়,  এভাবে
জীবন চলে । কথা হারায় কথা
আঁকড়ে ধরে,  অভ্যাসে টিকে
থাকে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...