শব্দব্রাউজ ১১৮ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১১৮ ।নীলাঞ্জন কুমার
শব্দসূত্র : ভরভরন্ত সময়
হাসো হাসো ভরভরন্ত সময়ের
কল্পনা করে । পাও দিগন্ত, পাও
উদ্ধার ।আনমনে খুশি হয়ে থাকো ।
হাসো সুখে ।
সময় যাচ্ছে আসছে, তাতো হবেই ।
তার মুহূর্ত রয়ে যায় সাজানো তাকে।
অবিরাম আমায় ছুঁয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন