শুক্রবার, ১২ মার্চ, ২০২১

স্ত্রী ভিত্তিক || নীলাঞ্জন কুমার || আজকের কবিতা

স্ত্রী ভিত্তিক

নীলাঞ্জন কুমার


স্ত্রীর থেকে খুঁজি প্রেরণা
খুঁজি আনন্দ
খুঁজি শান্তি ।


তার ভেতরের যাবতীয় ভালোবাসা
গড়ে তোলে উচ্ছ্বাস
প্রিয়তা
সান্নিধ্য ।


স্ত্রীর আকর্ষণের কেন্দ্রবিন্দু যখন আমি
তখন আমায় বাসন্তী রঙা দিন কেমন ঘিরে!


স্ত্রী যখন ভালো খারাপ স্বপ্নে জেগে উঠে
আমার কাছে চায় একখন্ড বিলাস, 
তখন আমার আলোড়ন তার জন্য ।



স্ত্রী ভিত্তিক  উচ্ছ্বাসে মাতিয়ে দিয়ে
সে আমার মধ্যে হারিয়ে যেতে থাকে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...