কিছু বই কিছু কথা ২৮৬। নীলাঞ্জন কুমার
জেব্রা পারাপার থেকে । ধীমান চক্রবর্তী । নতুন কবিতা । চল্লিশ টাকা ।
কবি ধীমান চক্রবর্তী এমনই কবিতা লেখক যিনি আজকের কবিতার কনসেপ্ট, ভিত থেকে বেশ খানিকটা নাড়িয়ে দিয়ে যান । সে কারণেই তাঁর কবিতার নতুন আস্বাদ পাই: ' আমি তবে একটু এগিয়ে যাই/ দুঃখ ও ছায়ানটে । / দেওয়ালের হেসে ওঠা নাগরদোলায় । ' ( নিজেকে খুলে) ' আর আজকাল রাস্তায়/ আমি না দেখার ভান করে/ এড়িয়ে যাই রবিবার, / দু' চারটে জানালা খোলা সন্ধ্যা । ' ( ' পরিবর্তন ') এর মতো কবিতার ভেতরে ।
এছাড়া ধীমানের কবিতায় ফুটে ওঠে এক পেলবতা যা এক বিশেষ স্বপ্ন দেখার দিক তা বললে অন্যায় হবে না । যেমন: ' চামড়া থেকে টুসকি দিয়ে নামায়/ জ্যোৎস্নার দুটি খালি পা । ' ( ' নাগরদোলা ' ) , আজ তুমি আলো এবং দেওয়াল ঘড়ির কথাবার্তা নিয়ে কি যেন বলতে চেয়েছিলে । আমি ঠিক বুঝতে পারিনি ' র মতো কবিতা পংক্তি ।
সার্বিক রূপে তাই ' জেব্রা পারাপার থেকে ' আমাদের ছুটিয়ে মারে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে । এই কবির কাছে তাইতো চাই । অতনু বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছদ বইটির মেজাজের সঙ্গে মানানসই হলে আরো ভালো লাগত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন