সোমবার, ২৯ মার্চ, ২০২১

সুবাস মারুফ আহমেদ নয়ন

সুবাস

মারুফ আহমেদ নয়ন



তোমার ভেতর ঘুমিয়ে আছে আমার অনন্ত ভ্রমণ বৃত্তান্ত ও রমণী ফুলের বাগান, বহুকাল ধরে এইসব রোদের বাগানে হাঁটাহাঁটি করে, ইকারুসের ডানায় ভর করে উড়ে বেড়ানোর পর জীবনকে একটা বিস্ময় সূচক চিহ্ন মনে হয়, যেনো প্রতীক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছো আর ফিরে আসো নি, তারপর তোমার বিরহ যাতনা জোছনা ফুল হয়ে ফুটছে, জুঁই ফুলে জবা ফুলে জমা হচ্ছে ভোর দেবীর সমস্ত প্রার্থনা, আমার শুধু মনে হচ্ছে যার ভালবাসা ব্যর্থ হয়ে যায়, দাবার ছক উলটে পালটে যায়, লুডুতে সমস্ত কড়ি গিলে ফেলে ভয়ানক সাপ, সে যেনো পাপ্য পায় মায়াবী রমণী ফুলের সুবাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...