শনিবার, ১৩ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১১৯,নীলাঞ্জন কুমার,"আই-যুগ"-এর কবিতা,

 

 শব্দব্রাউজ ১১৯ || নীলাঞ্জন কুমার






শব্দব্রাউজ ১১৯। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা  আবাসন ১৩। ৩। ২০২১। কিস্তিমাতে একটা আনন্দ  আছে । তবে ক্ষণিক । পরবর্তী খেলার আগে পর্যন্ত ।


শব্দসূত্র:  কিস্তিমাৎ করি উল্লাসে


কিস্তিমাৎ- এর আগের মুহূর্তের
আনন্দ কেবল নিজের । তার স্বাদগন্ধ
ভাগ হয় না ।


করি উল্লাস,  ক্লান্তিহীন দিন
আমার সঙ্গে ।


উল্লাস কতক্ষণ!  পরবর্তী খেলা
শুরু হলে আবার অন্তর্হিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...