শব্দব্রাউজ ১২৪ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১২৪ ।নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল ৯ - ৫০ মিনিট ১৮। ৩। ২০২১। চেনা আর অচেনা বিষয় নিজস্ব ব্যাপার । কখনো কাউকে ইচ্ছে করে চিনতে পারিনা, আবার কখনো অচেনাকে চেনা মনে হয় ।
শব্দসূত্র: চিনতে পারো কি?
চিনবে কি সেই মুখ,
শিশুকালের পাল্টে
যাওয়া শরীর । পরিচয়
চাই হে, না হলে কোন দাম নেই ।
পারবে কি কোন অচেনা
মানুষকে পুরোপুরি বিশ্বাস
করতে? তার সব পরিচয়
জানার বাসনা তাড়িয়ে মারবে ।
আছে কি গভীরতা আর নিছক
আলাপের ব্যবধান ? বুঝে নিই
কাকে কিভাবে ছুঁয়ে থাকতে হয় ।
তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল ৯ - ৫০ মিনিট ১৮। ৩। ২০২১। চেনা আর অচেনা বিষয় নিজস্ব ব্যাপার । কখনো কাউকে ইচ্ছে করে চিনতে পারিনা, আবার কখনো অচেনাকে চেনা মনে হয় ।
শব্দসূত্র: চিনতে পারো কি?
চিনবে কি সেই মুখ,
শিশুকালের পাল্টে
যাওয়া শরীর । পরিচয়
চাই হে, না হলে কোন দাম নেই ।
পারবে কি কোন অচেনা
মানুষকে পুরোপুরি বিশ্বাস
করতে? তার সব পরিচয়
জানার বাসনা তাড়িয়ে মারবে ।
আছে কি গভীরতা আর নিছক
আলাপের ব্যবধান ? বুঝে নিই
কাকে কিভাবে ছুঁয়ে থাকতে হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন