বুধবার, ৩১ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১৩৭ || নীলাঞ্জন কুমার

  শব্দব্রাউজ ১৩৭ || নীলাঞ্জন কুমার






শব্দব্রাউজ ১৩৭ । নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল সাড়ে আটটায় । যেখানে যাও একই আকাশ বাতাস । সারা পৃথিবী জুড়ে । বৈচিত্র তারই ভেতরে ।


শব্দসূত্র  : এই তো আমার আকাশ বাতাস


এইতো আমার এইতো আমার
একঘেয়েমি আকাশ বাতাস,
সারাজীবন মিনিট ঘন্টা সেকেন্ড
শুধু তাল বেতালের খেলা   !


আমার ভেতর ছুটতে থাকা
বল্গা হরিণ চায়তো আরো
নতুন কিছু । অন্য কিছু সুখের
হাওয়া ।



একই আকাশ একই বাতাস
হা- হুতাশের ধারার ভেতর
এগিয়ে চলে এগিয়ে চলে, 
তবু এইতো আমার অভ্যেসেরই
আকাশ বাতাস । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...