নিখিলকুমার সরকার -এর কবিতা
★ অলীক ...
তুমি অলৌকিক নও,
সাতসমুদ্র-তেরোনদী সম্ভূত
মায়া, আত্মছায়ায় আচ্ছন্ন
লৌকিকও নও, এই কলোনির কৌতূহলী পথ
তোমাকে দেখেনি
কখনও,
তুমি একান্ত আমার --- নির্ভার, নির্বিকল্প, অলীক...
অলীক আনন্দঢেউ,
বিষাদ-প্রান্তর,
অবিনশ্বর হোমাগ্নি,
আত্মাহুতির অমোঘ
প্ররোচনা,
ধূলিকণা-ছাইভস্ম,
আমাকে নিয়ে বহমান
নিত্য-প্রবাহ, অসময়ের তীব্র দাবদাহ , পাগলপারা
বৃষ্টির প্রহর...
তুমি এক অলীক
কনট্যাক্ট নম্বর, সংগোপনে
সেভ করা, আমার
অলীক স্মার্টফোনে...
---*---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন