বুধবার, ৩১ মার্চ, ২০২১

বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে বসন্ত উৎসব || শান্তনু পাণ্ডা

'বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে বসন্ত উৎসব



মেদিনীপুর সদর ব্লকের গোপগড় গ্রামে ২৮\০৩\২০২১ ও ২৯\০৩\২০২১দুদিন ব্যাপী দোল উৎসব পালিত হল গোপগড়  'বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিযে  অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাংস্কৃতিক বাতাবরন ছিল না। প্রথম দিন সংস্থার ছাত্র ছাত্রী ও অবিভাব্কদের নিয়ে দোল খেলা ও আনন্দ উৎসব পালিত হয়। দ্বিতীয় দিন সন্ধা ৬ টার সময় সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয় চলে রাত্রি ১১ টা পর্যন্ত। খোলা আকশের নিচে মুক্ত মঞ্চে কচিকাঁচাদের ও কিশোর কিশোরীদের ছিল এক  মনোঙ্গ অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তি ও সমবেত সঙ্গীত।  স্বাগত ভাষন দেন 'বিশ্ববীণা' র কর্নধার শ্রী পার্থ সারথী পান্ডা, তিনি হলেন শিক্ষক ও আকাশবাণী খ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মেদিনীপুরের সঙ্গীত গুরু  শিল্পী শ্রী জয়ন্ত সাহা, অধ্যাপক, প্রাবন্ধিক ও সমাজকর্মী ড. শান্তনু পান্ডা, অধ্যাপক তপন সাউ , বিশিষ্ট বাচিক শিল্পী মিতলী পাণ্ডা ত্রিপাঠি, নাট্য প্রশিক্ষক শ্রী অমরকৃষ্ণ দাস।ও শ্রী বিশ্বজিত অধিকারী।'  শিক্ষিকা শ্রীমতী মন্দিরা খান্ডার মনোগ্রাহী সঞ্চালনায় এবং উপস্থিত সদস্যদের আন্তরিকতায় অনুষ্ঠানটি সুনন্দিত  হয়ে ওঠে। যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন  শ্রী পরেশ দাস, শ্রী শ্যামল বারিক ও শ্রী প্রবীর নায়েক।  ৭৫ জন শিল্পী অংশ নিয়ে ছিলেন।দরশক ছিলেন প্রায় ২৫৫ জন। প্রথমে সন্ধা বেলা সমস্ত দর্শক, শিল্পী ও অতিথিদের  ছোলা সেদ্ধ মুড়ি ও পকোড়া খাওয়ানো হয়। অনুষ্ঠানের পর সবার জন্য ছিল মংস ভাতের ব্যবস্থা।  ছাত্রছাত্রী ও অভিভাবকদের অকৃপণ সহযোগিতায় অনুষ্ঠান টি সর্বাঙ্গীণ সুন্দর হয়ে ওঠে।


প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...