শব্দব্রাউজ ১১৫ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১১৫। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড কলকাতা ৮।৩।২১ বিকেল সাড়ে চারটা । সকাল হতে বিকেলের ঝাঁ চকচকে দিন কেমন সরে যাচ্ছে । আসছে সন্ধ্যা । সম্পূর্ণ আলাদা সময় ।
শব্দসূত্র : ঝাঁ চকচকে দিন
ঝাঁ চকচকে সময় সরে গিয়ে
আসছে কালো রাত । আবার
সকালের অপেক্ষা । এভাবে নিত্যদিন ।
চকচকে সময় রাতেও, বাহারি
আলোয় । কত পার্থক্য দিনে রাতের ।
দিন রাতের সব মুহূর্ত কি কেউ ধরতে
পারে? যতটুকু থাকে উল্লাস করি ।
নিজের মতো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন