রবিবার, ২৮ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১৩৪ || নীলাঞ্জন কুমার

  শব্দব্রাউজ ১৩৪ || নীলাঞ্জন কুমার





শব্দব্রাউজ ১৩৪। নীলাঞ্জন কুমার 


তেঘরিয়া মেন রোড,   বিপাশা আবাসন সকাল  আটটা পঁয়ত্রিশ মিনিট ২৮।৩। ২০২১। কেউ ভেতর থেকে যেতে চাইলে তাকে কি আটকানো যায় ? এ প্রশ্ন ঘিরে আজ শব্দব্রাউজ ।


শব্দসূত্র  :  যা যাবি যদি


যা রে যা,  সব আশা বুকে ভরে
এখান ওখান করে ছড়িয়ে দিয়ে
যা প্রেরণা,  যাতে সকলে মিলে
এক বুক নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি।


যাবি বললেই যেমন যাওয়া নেই,  তেমনি
যাবার অদম্যতা কাউকে ফেরাবে না । যেতে
যখন হবেই তখন সব সুখ নিংড়ে বাঁচা ভালো ।


যদি আবার আসতেই হয় পুরনো আশ্রয়ে ,, তবে
আসতে হবে নতুন হয়ে । নতুন স্বাদ ছড়িয়ে দিয়ে
ছড়িয়ে যাবে দিন । নতুন গন্ধে ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...