শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১৩২ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৩২ || নীলাঞ্জন কুমার






শব্দব্রাউজ ১৩২। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন কলকাতা ২৬। ৩। ২০২১ সকাল ৮টা ০৫ মিনিট । আবার ফিরে আসা কি সত্যি হবে?  কেউ জানে না ।


শব্দসূত্র:  আবার আসিব ফিরে


আবার আসার কোন বাসনা নেই, 
আছে শুধু মহাবিশ্বে ছড়িয়ে পড়ার ইচ্ছে ।
মাধ্যাকর্ষণ থেকে ছিটকে গিয়ে যদি
একবার বেরনো যায় তখন হরেক আনন্দ ।



আসব ভাবনা এত তাড়াতাড়ি ভেবে নেওয়া
বাড়াবাড়ি । এখনো বহুদিন এ জীবন উপভোগ
করতে হবে । ভাবতে হবে ।



ফিরে ফিরে পরজন্মের ভাবনা কেন চারিয়ে যায়?
তাকে থামাতে অন্য প্রসঙ্গ জোর করে আনতে হয় ।
কত যুক্তিহীন অথচ যুক্তিপূর্ণ সে ভাবনা ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...