শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

ব্যবচ্ছেদ || দীপক মজুমদার || আজকের কবিতা

 ব্যবচ্ছেদ

দীপক মজুমদার



খাদের নীচে অবহেলিত অতীত 

  অণুপ্রেরণার ঝংকার তোলেনা,

গোবরে পদ্মফুল সে ফুটুক___

 ইতিহাস পাতিহাঁস !


কৃত্রিম ও বর্তমানের অমোঘ সহবাস

ক্ষণস্থায়ী ___

 নর্দমার পাকে নষ্টজীবন পাগলা দাশু,

 জীবনানন্দ কে হরি ?


 লক্ষ্যহীন শৈশব চৌরাস্তায় ভবঘুরে

 বিবেকের মুখ ম্লান

আমরা রানার ছুটছি দিবানিশি ,

অনিশ্চিত ভবিষ্যতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...