সোমবার, ২২ মার্চ, ২০২১

অনামিকা || হরেন্দ্রনাথ সিং || কবিতা

অনামিকা

হরেন্দ্রনাথ সিং 



তোমায় দেখেছি নিদ্রিত নয়নে,

কল্পনায় জাগরণে।

কখনো এঁকেছি তোমার ছবি,

আপ্লুত দু,নয়নে।।


কখনো তোমায় খুঁজেছি হিয়ায়,

হৃদয়ের মরূভুমে।

কখনো তুমি ধরেছো হাত,

আমার ছায়ার সনে।।


কখনো তুমি পেয়ালায় এসেছো,

মদিরার কালে।

কথা হয় নাই দেখেছি শুধু,

আমার রঙিন জ্লে।।


তুমি কে গো অনামিকা,

নাম নাহি জানা।

তুমি কি সেই প্রেয়সী,

নাকি সেই মরীচিকা।।


হয় তো তুমি কোন বসন্তে,

এসেছিলে মোর দ্বারে।

চিনিতে পারিনি ফিরায়েছি তোমায়,

কোন গোধূলি বেলায়।।



অনেক বসন্ত চলে গেছে বয়ে,

প্রকৃতির গতি ধারায়।

আজও খুঁজে বেড়ায় তোমার পরশ,

ফেলে যাওয়া শুকনো মালায়।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...