শব্দব্রাউজ ১২৮ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১২৮। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন ২২।৩। ২১ । সকাল ৮টা ১০মিনিট । ঘুরে দাঁড়ানো মানুষের স্বভাব । যে কোন কারনেই মানুষ ঘুরে দাঁড়ায় একবার হলেও ।
শব্দসূত্র : ঘুরে দাঁড়ানোর ইচ্ছে
ঘুরে দাঁড়িয়ে
ঝাঁপ দেবার ভঙ্গি
সাহসীকেও অন্তত
একবার থমকে দেয় ।
নিজেকে দাঁড় করাই
সেই বিন্দুতে, যেখানে
জয় পরাজয় জড়ো হয় ।
শৈশব কৈশোর যৌবন বার্ধক্য
ইচ্ছাধীন নয় । সময় তাদের
আমার সঙ্গে মিশিয়ে দেয় ।
তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন ২২।৩। ২১ । সকাল ৮টা ১০মিনিট । ঘুরে দাঁড়ানো মানুষের স্বভাব । যে কোন কারনেই মানুষ ঘুরে দাঁড়ায় একবার হলেও ।
শব্দসূত্র : ঘুরে দাঁড়ানোর ইচ্ছে
ঘুরে দাঁড়িয়ে
ঝাঁপ দেবার ভঙ্গি
সাহসীকেও অন্তত
একবার থমকে দেয় ।
নিজেকে দাঁড় করাই
সেই বিন্দুতে, যেখানে
জয় পরাজয় জড়ো হয় ।
শৈশব কৈশোর যৌবন বার্ধক্য
ইচ্ছাধীন নয় । সময় তাদের
আমার সঙ্গে মিশিয়ে দেয় ।
খুব সুন্দর!
উত্তরমুছুন