মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন বাসুদেব দাস

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন বাসুদেব দাস



৩ মার্চ বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় তুলনামূলক বিভাগে রিফ্রেশার্স কোর্সে বক্তৃতা দেবেন বাসুদেব দাস।বক্তৃতার বিষয় 'অসমিয়া সাহিত্য ঃ অনুবাদ, কিছু কথা, কিছু ভালো বাসা'। ১-৩০ মিনিটের মানে দেড় ঘন্টার।মূল বক্তৃতা এক ঘন্টার, বাকি সময়টুকু প্রশ্নোত্তর পর্ব।অসমিয়া এবং বাংলা ভাষা একই উৎসজাত।দ্বিতীয়তঃ অসমে দীর্ঘকাল সরকারি ভাষা হিসেবে বাংলাভাষার প্রচলন ছিল।ফলে অসমিয়া ভাষার প্রায় প্রতিটি শিক্ষিত মানুষই বাংলাভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত।অসমিয়া সাহিত্যের পুরোধা লক্ষ্ণীনাথ বেজবরুয়া ছিলেন ঠাকুরবাড়ির জামাই।শঙ্করদেব,মাধবদেব,আজান ফকিরের দেশ অসম,যারা বিশ্বাস করেন 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'।কালকের আলোচনায় উঠে আসবে অসমিয়া বাংলা কথা সাহিত্যের তুলনামূলক আলোচনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...