শব্দব্রাউজ ১২৬ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১২৬ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২০। ৩। ২০২১। সকাল ৮টা ১৫মিনিট । জীবন যেমন করে হোক ঠিক ছুটে চলবে । জীবনের সঙ্গে আমিও ছুটে চলব । সুখ দুঃখ ঘেরা জীবন মেনে নিতে হবে ।
শব্দসূত্র: জীবন বেশ চলছে
হা হা হাসির হুল্লোড়
বইয়ে জীবন চলার মতো
দিন কোথায়? তবু হাসি
স্বপ্নের মতো । এভাবেই
জীবন ।
বেশ এভাবে অভ্যস্ত হয়ে
গড়ে তুলি নিজেকে । শত
দুঃখ অবশ করতে পারে না
বলে জীবন এত সুন্দর!
চলছে চলবে বলতে বলতে
জীবন এগোয় । সময় যায়
দিনরাত যায় আসে ।
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২০। ৩। ২০২১। সকাল ৮টা ১৫মিনিট । জীবন যেমন করে হোক ঠিক ছুটে চলবে । জীবনের সঙ্গে আমিও ছুটে চলব । সুখ দুঃখ ঘেরা জীবন মেনে নিতে হবে ।
শব্দসূত্র: জীবন বেশ চলছে
হা হা হাসির হুল্লোড়
বইয়ে জীবন চলার মতো
দিন কোথায়? তবু হাসি
স্বপ্নের মতো । এভাবেই
জীবন ।
বেশ এভাবে অভ্যস্ত হয়ে
গড়ে তুলি নিজেকে । শত
দুঃখ অবশ করতে পারে না
বলে জীবন এত সুন্দর!
চলছে চলবে বলতে বলতে
জীবন এগোয় । সময় যায়
দিনরাত যায় আসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন