মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১২২,নীলাঞ্জন কুমার,"আই-যুগ"-এর কবিতা,

শব্দব্রাউজ ১২২ || নীলাঞ্জন কুমার



শব্দব্রাউজ ১২২ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল সাড়ে ন টা। হাজারো শব্দে ক্লান্তিকর হয়ে উঠছে জীবন ।  সব যান্ত্রিক শব্দ । প্রাকৃতিক শব্দ কোথা? 


শব্দসূত্র : শব্দে শব্দে ক্লান্ত


যান্ত্রিক শব্দ রূপ  শ্রবণশক্তি চিনে গেছে । তাকে কি সত্যি চাই?  হাওয়ার আওয়াজ কিংবা পাখির কলকাকলির  কাছে অসহ্য যান্ত্রিক শব্দের বাইরে নিজেকে এনে সঁপে দিতে ইচ্ছে । শব্দ থাকবেই , কিন্তু তা যেন ক্লান্ত না করে ।


কত নীরবে শব্দ বয়ে যেতে পারে মনে মনে তা কি আমরা বুঝে দেখি?  নীরব শব্দে সঙ্গে সন্ধি করি। তাকে পাত পেড়ে  খেতে দিই । বাতাস করি ।



ক্লান্তির হাজারো রূপ । তার মধ্যে শব্দের ক্লান্তি অন্যতম । অবাঞ্ছিত শব্দ অধ্যায় অহর্নিশ আমার সঙ্গে । ক্লান্ত হতে হতে সয়ে যায় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...