রবিবার, ১৪ মার্চ, ২০২১

ঈর্ষা || জয়ন্ত চট্টোপাধ্যায় || আজকের কবিতা

ঈর্ষা     ||  জয়ন্ত চট্টোপাধ্যায়



পাশবালিশটিকে আদরে কোলবালিশ বলায় তার দেমাক
দোলনায় গিয়ে বসে ইচ্ছেপূরণের গল্পে অভিমান
বেডরুম টু বাগানবিলাস -- এপর্যন্ত শুনে যারা রং দেখেন
তারা কি বোঝেন কাঁটায় উদারতা গন্ধ নেই!
পায়ের তলার বেডশিটটিকে রাজকন্যার সখী মনে হলে
রূপকথার দোষ কী?
চাপাকান্নাগুলো মিলে যায় বালিশের অভিমান বা যন্ত্রণা
মধু এবং চন্দ্রকে পায় না তাই ঈর্ষা বিড়ালটি কাঁদে
আর নখরগুলিতে শান দেয়।

সাবধান সুযোগ পেলেই নিরীহ থাবা আগুন হয়ে যাবে।

গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...