শুক্রবার, ১২ মার্চ, ২০২১

হাহাকারের দীর্ঘশ্বাস || কার্তিক ঢক্ || আজকের কবিতা

 হাহাকারের দীর্ঘশ্বাস

 কার্তিক ঢক্ 



নাভিপদ্মের গন্ধে ষড়রিপু ঘুম থেকে

জেগে উঠে বলে - খেতে দাও...


তখন ভোরের বকুল ঝরছে আকাশে। 

পাখিদের হারমোনিয়াম ঝাড়পোঁছের শব্দ।


বাতাসে খিদে খিদে চিনচিনে ব্যথা

হৃৎপিণ্ডের কুরুক্ষেত্র-মাঠে ঘন ঘন বেজে উঠছে পাঞ্চজন্য শাঁখ...


অথচ,অন্নের হাহাকার -

জলের চৌকাঠেও হাহাকারের দীর্ঘশ্বাস!


ওগো পদ্ম পাসওয়ার্ড দাও-

একটি ভ্রমর বসুক  নাভিকূপের নিচে

ঠোঁটে যার আকন্ঠ মরুভূমি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...