জন্মদিনে রক্তদান
ড.শান্তনু পাণ্ডা
আজ মেদিনীপুর ছাত্র সমাজের সক্রিয় সদস্য "কৌশিক কঁ।চ" এর ২৮ তম জন্মদিন পালন করা হল রক্তদানের মধ্য দিয়ে। রক্ত দিয়েছেন ৩০ জন। প্রথম এবং কনিষ্ঠতম রক্ত দাতা অর্নব দে বয়স 20। বিশিষ্ট সমাজ সেবি ও আজকের বয়স্ক রক্ত দাতা অরিন্দম ভৌমিক বয়স 44 । ছাত্র সমাজের কর্ণধার ও সমাজ সেবি কৃষ্ণগোপাল চক্রবর্তী রক্ত দান করেন।
উপস্থিত ছিলেন অধ্যাপক কুমরেশ ঘোষ, শিক্ষিকা নুপুর ঘোষ, চেম্বার অফ কমার্স এর সম্পদক চন্দন রায়, সমাজ সেবি সুস্মিত কুণ্ড, প্রতিমা রানা ও ছাত্র সমজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী
সম্পাদক রাজকুমার বেরা ও অনান্য সদস্য প্রমুখ।
সর্বপরি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসীম ধর - চেয়ারম্যান.. ওয়েস্টবেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম মেদিনীপুর শাখা...
ফাকরুদ্দিন মল্লিক -সম্পাদক কেশপুর ব্লক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম । সহযোগিতা করেছে "ব্লাড রুট অর্গানাইজেশনের সম্পাদক পার্থ প্রতীম মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন ড. শান্তনু পাণ্ডা অধ্যাপক কেশপুর কলেজ। পারিবারিক মাঙ্গলিক অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি পালন করা হোক এটাই ছিল কৌশিকের জন্মদিনের মুল বার্তা এবং গরমে রক্তের চাহিদা মেটাতে এই কর্মসূচি নিয়েছিল "মেদিনীপুর ছাত্র সমাজ"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন