সোমবার, ১ মার্চ, ২০২১

জন্মদিনে রক্তদান || ড.শান্তনু পাণ্ডার প্রতিবেদন

জন্মদিনে রক্তদান

ড.শান্তনু পাণ্ডার প্রতিবেদন



বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের   প্রথম বর্ষের ছাত্র সুমন ভুঁইঞার ২৩ তম জন্মদিন পালন করা হল রক্তদানের মধ্য দিয়ে। রক্ত দিয়েছেন ৩০ জন। প্রথম রক্ত দাতা অশক ঘোষ বয়স ৫৫। শেষ  রক্ত দাতা রিয়া ঘোষ বয়স 22 । উপস্থিত ছিলেন

  অসীম ধর  - চেয়ারম্যান.. ওয়েস্টবেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম মেদিনীপুর শাখা... 

ফাকরুদ্দিন মল্লিক -সম্পাদক কেশপুর ব্লক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম ।এছাড়া প্রধান অতিথি ড. শান্তনু পাণ্ডা অধ্যাপক কেশপুর কলেজ। সহযোগিতা করেছে "ব্লাড রুট অর্গানাইজেশন " উপস্থিত ছিলেন পার্থ প্রতীম মল্লিক, রাকেশ ঘোষ, দীপক ও চিন্ময়। এছাড়া সুমনের বাবা গোপাল চন্দ্র ভুঁইঞা ও মা শ্যমিলি ভুঁইঞা, মামা দাদু কানাই সাতরা। এই অনুষ্ঠান সুমনের পরিবার ও তার মামা বাড়ির পরিবার মিলে উদ্যোগ নিয়ে করেছে। বাড়ির স্দ্স্য রা ও রক্ত দান করেছেন।  পারিবারিক অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি পালন করা হোক এটাই ছিল বার্তা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...