বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

আটপৌরে কবিতা ৩২৫-৩২৭ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ৩২৫-৩২৭ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
৩২৫.
কুসুম। নিরবধি। উত্তরণে।
পুঙ্খানপুঙ্খভাবে।
অনুরাগ। বিরাগ। বসন্ত। মুগ্ধ।
৩২৬.
চালিত। প্রতিচালিত। মরম।
দক্ষিণাঞ্চলে।
হাওয়ায়। উত্তরে। পুবে। বসন্তে।
৩২৭.
দিব্যপ্রকাশ। ধরা। অধরা।
ভক্তিপ্রণত।
বসন্তে। উত্তোলিত। নমিত। বিস্মিত।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...