চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৭
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
শ্যাওড়া; ০৯-০২-২০২১; বিকেল ৪:১৫; শুটিং চলছে ৷ শর্ট ফিল্ম ৷৷ একটা পুকুর ৷ ভাসতে ভাসতে ৷ জলের উপর ৷ বড় বড় শুষনীপাতা ৷ তাকিয়ে দেখছে ৷৷ পুকুর উপরের শূন্যতায় ৷ উড়ে যেতে যেতে ৷ পাখি ৷ ধরা পড়তে চাইছে ৷ চলমান ক্যামেরায় ৷৷ ব্যস্ত আছে ৷ মেকআপ ম্যান ৷৷ প্যালেট থেকে ৷ বেরিয়ে হাঁটছে ৷ আস্ত একটা জীবন ৷ রঙ করা ৷৷ আপনি কি শুয়ে শুয়ে কিছু ভাবছেন ৷ টোকন মান্না ? সুরে মেতেছেন ৷ প্রশান্ত মাইতি ৷৷ শ্রীকান্ত ভট্টাচার্য-র আঙুল থেকে ৷ ফুটে উঠছে ৷ জীবনের টুকরো টুকরো অভিব্যক্তি ৷৷ গ্রামবাসী ৷ প্রণাম আপনাদের ৷৷ শুট হতে হতে ৷ জীবন ৷ রঙ যোগাচ্ছে ৷ বিকেলের সূর্যে ৷৷ আমাদের ধন্য সময় ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন