রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ১০৫ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০৫ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ ১০৫ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন , ১৩। ১। ২০২১ বিকেল ৪টা ১০মিনিট । চাঁদ নিয়ে হরেক ভাবনা আমাদের ভেতর । অথচ চাঁদের কথা মনে এলে যেন উঠে আসে নির্মলেন্দু চৌধুরীর গলায় ' সোহাগ চাঁদবদনী ' গানটি?  বোঝা দায় ।


শব্দসূত্র  : সোহাগ চাঁদবদনী


সোহাগী সময় মেলে দেয় চাঁদ
চাঁদের ভেতরে থাকে অবাক রূপকথা
গোলাকার টিপের মাধুর্য ধরে রাখে
জ্যোৎস্না , উৎফুল্ল চাঁদ মানে চরম মাধুর্য ।


চাঁদ মানে কি কেবল উপগ্রহ
ছায়া প্রচ্ছায়া আর্মস্ট্রং চাঁদে পা? 
চাঁদের মধ্যে থাকে টিপ দেবার ইচ্ছে
বহু যুগ ধরে । অলঙ্ঘ্য সুখ রেখে যাই ।


চাঁদবদনী নারীর মুখে আলো ধরতে নেই
দীপ্তি ছুঁয়ে থাকে আপন মহিমায় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...