চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৪
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
চন্দ্রকোনারোড; ০৬-০২-২০২১; দুপুর ২:৪২; ধুলো ৷ সবুজ পাতায় ৷ বলছে ছাড়বো না ৷৷ বৃষ্টি ডাকছে ৷ গাছ ৷৷ চরাচরজুড়ে এই নিভৃতির স্বরে ৷ জেগে আছে ৷ জীবন ৷৷ উড়তে থাকা ৷ পাখির ঝাঁকে ৷ ডানারা ছড়িয়ে দিচ্ছে গতির ধুলো ৷৷ কবি বলছে ৷ এতে তো দূষণ নেই !! কোটরের মুখে ৷ সীমানায় ৷ এই অসীম আনন্দের গতি ৷ দূষিত দৃষ্টি উপেক্ষা করে যেতে পারে ৷৷ জমি ৷ সদ্য রোয়া ৷ ধানের চারারা ৷ কুড়িয়ে নিল ৷ সেইসব উড়ানের ধুলো ৷৷ মানুষকে দেখলেই ৷ জমির ঘোলাটে জলে থাকা ৷ পোকামাকড় প্রশ্ন করে ৷ হে মানুষ, ভালোবাসতে জানো ? রাসায়নিক সংসার ৷ প্রশ্ন করছে ৷ মানুষ কিছু বলছে না ৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন