চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭২
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
পঞ্চুরচক; ১৪-০২-২০২১; সন্ধ্যা ৬:২৩; একটা নক্ষত্র ৷ হাসছে ৷ ডালপালাহীন গাছটির ওপ্রান্তে ৷৷ ওর হাসি থেকে ৷ হাসির ভাষা থেকে ৷ গাছের শেকড় ৷ শুষে নিচ্ছে আনন্দ ৷৷ তা-ই গান হয়ে বেজে উঠছে বাইকের শব্দে ৷ গান গাইছে ৷ বাইক ৷৷ ছুটছে ৷৷ পথ বরাবর রাস্তায় ৷ নক্ষত্রের ভাষা ৷ দিশা দিচ্ছে সভ্যতাকে ৷৷ ওহে কবি ৷ চা খাও ৷ কথা বলাও ৷ প্রতিটি বস্তুকেই ৷৷ সবাই চাইছে ৷ কথা বলতে ৷৷ কথা বলছে ৷ চায়ের কাপ ৷ চুমুকে চুমুকে ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন