সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৬ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৬

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

সন্ধিপুর; ০৮-০২-২০২১; দুপুর ১২:০৪; ডাস্টার ৷  মুছে দিচ্ছে ধুলো ৷ ঘর্ষণের মাধুর্যে ৷ আনন্দময় করে তুলছে ৷ জীবনের সব আয়োজন ৷৷ মাস্কহীন ঠোঁট ৷ হেঁচে নিচ্ছে ৷ ঠাসাঠাসি ভিড়ের ভেতর ৷৷ সেক্যুজেন-এ ফুটে ওঠা আঙুলের ছাপ ৷ হস্তান্তরে মগ্ন অদৃশ্য অণু ৷৷ রোদ্দুর ৷ জানালা পেরিয়ে ৷ আরেকটু ভেতরে এসো ৷ শুদ্ধ করো আঙুলগুলো ৷৷ এতো রঙ ৷ সাজগোজ ৷ হাসিমুখগুলো ধরা দেয় স্বাস্থ্যসাথী কার্ড-এ ৷৷ সবাই হাসছে ৷ অনেকেই হাঁচতে হাঁচতে হাসছে ৷ লাইনের ধৈর্য ৷ প্রশ্ন করছে নিরন্তর ৷ ভালো থাকার মুহূর্তগুলি সুরক্ষিত হবে কখন ? ঠাসাঠাসি ভিড়ের ভেতর ৷ জেগে থাকা চোখগুলি ৷ আশ্বস্ত ৷৷ জীবন ৷ আনন্দময় হয়ে ওঠো ৷ আশ্বাসে ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...