সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৯৯ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৯৯ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা




শব্দব্রাউজ ৯৯ । নীলাঞ্জন কুমার


তুলসী আবাসন । উত্তরপাড়া , হুগলি । দুপুর ৩ টে  ১০ মিনিট । হরেক রকম আগমন আছে । বন্ধু হয়ে আসা বিশেষ রকম । তার আতিথ্য আলাদা । সুতরাং যতটা পারো নিজেকে শত্রুহীন করো ।সবাইকে বলা হোক,
" বন্ধু সুখে থেকো ' ।



শব্দসূত্র : বন্ধু হয়ে এসো


প্রকৃত বন্ধু যে,  তার ভেতরের কলুষমুক্ত মন ঠিক বুঝে নেওয়া যায় । খোঁজা হয়ে যায় তার পবিত্র সদিচ্ছা, যা আজীবন ছড়িয়ে থাকে মনে । প্রকৃত বন্ধুর  সঙ্গে যে সখ্যতা,  তাকে কোন ছলনা গ্রাস করতে পারে না । গড়ে ওঠে বিশাল প্রাচীর যার ভেতর দিয়ে কোনো বিদ্বেষের হাওয়া বাতাস ঢুকতে ভয় পায় । প্রকৃত বন্ধুর সাথে দেখা হওয়া যেমন কঠিন তেমনি একবার হলে বোঝা যায় পবিত্রতা কি । পবিত্র বন্ধুর জন্য সব করা যায় হে,  নির্বিচারে ....



উপকারী যারা তারা হয়ে ওঠে আদরের । প্রতিটি উপকার পর্ব মুখে মুখে ঘুরে বেড়ায় আর উপকারীর জন্য হাজারো আশীর্বাদ ঝরে পড়ে । উপকারীর মন আমার সঙ্গে ছায়া হয়ে থাকে,  বুঝতে পারি ।




এসো আনন্দ ।  এসো সুখ । এসো কলুষহীন দিন । তবেতো বোঝা যাবে সুস্থতা । নিপুণভাবে ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...