মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮১ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮১

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ২৩-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৩; ঘেঁটু ৷ সৌন্দর্য ছড়াচ্ছে পথে ৷  হাঁটতে হাঁটতে কবি ৷ তাকাতেই ৷ বলে উঠলো ৷ ঘাম ঝরাও কবি ৷ শুভেচ্ছা ৷৷ ফুচকার টক ৷ কবিকে ডাকছে ৷৷ সামলাও ঠ্যালা ৷৷ হা হা হা ৷৷ নদীর ধারে এসে ৷ চাঁদের দিকে তাকিয়ে ৷ কবি লিখছে ৷ মনে মনে ৷৷ কবিতার সৌন্দর্য ৷ সন্ধ্যার জন্য ৷ অপেক্ষমান ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...