শব্দব্রাউজ ১০০ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ১০০ । নীলাঞ্জন কুমার
তুলসী আবাসন, উত্তরপাড়া, হুগলি দুপুর সাড়ে তিনটা । একশোয় একশো হলে সত্যি আনন্দ হয় । তখন বাহবা মুঠোর ভেতরে আসে । জীবনের এই অদ্ভুত আনন্দ কি শুধুমাত্র সংখ্যার জন্য? খুঁজি ।
শব্দসূত্র : একশোয় একশো
একশোর স্বাদ গ্রহণ করতে এক থেকে শুরু করতে যে হয় , তার কষ্ট ও আনন্দ ধীরে ধীরে মাখামাখি হয়ে যায় । একশোর স্বপ্নের ভেতরে ছোটাছুটি করতে করতে লক্ষ্যে পৌঁছনোর তাগিদ বেড়ে যায়, আর ছুঁই সত্য সংখ্যাতত্ত্ব মেনে । একশোর প্রার্থনা দৌড়ের স্বাদ জাগায় । চুটিয়ে বাঁচতে প্রেরণা দেয় । সফলতার মাধুর্য অনুভব করায় ।
একশো হওয়ার পর আবার স্বাভাবিক । পরের একশোর জন্য এগিয়ে যাওয়া । তবে বড়ই তাৎক্ষণিক । অথচ সুন্দর । সেই সুন্দর আমায় ঘিরে থাক । নাহলে বিশ্বদর্শন হবে কি করে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন