চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮২
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
চলন্ত গাড়ি; ২৪-০২-২০২১; সন্ধ্যা ৬:৫১; তাঁবু ৷ শ্রমিকদের ৷ ক্লান্ত ৷ তবুও আনন্দের প্রকাশে ৷ রাস্তার ধারে ৷৷ ভোট আসছে ৷ ব্যস্ত সবাই ৷৷ শ্রমিকরাও ৷৷ উনানের আঁচে ৷ কোনো ব্যর্থ স্মৃতি ৷ অস্তিত্ব টিকিয়ে রাখছে না ৷৷ পথ ৷ পথের শ্রমিক ৷ তাঁবু ৷ সবাই মেতে আছে ৷ ভোটের উৎসবে ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন