শব্দব্রাউজ ১০২ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ১০২ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ১০। ২। ২০২১ বিকাল ৪ টা ১০ মিনিট । হেঁটে যাই যখন , তখন মুখ সামনের দিকে থাকে । রাজপথ ছাড়িয়ে গলিপথে হেঁটে যাবার সময় আলাদা করে ভেবে দেখি না আমি কোন্ পথে যাচ্ছি । পৃথিবীর অলিগলি দিয়ে হেঁটে পাই নানান বৈপরীত্য, আকর্ষণ । যা ভেতরে আলোড়ন আনে ।
শব্দসূত্র : গলি দিয়ে হাঁটি
হাঁটি গলিপথে । আলাদা আকর্ষণে ।
বাড়িঘর এবড়োখেবড়ো রাস্তাঘাট
আমায় বন্ধু করে নিতে চায় ।
হাঁটি নিজের মতো । শুনি শঙ্খধ্বনি ,
পাই ধূপধুনো গন্ধ, রিকশোর টুংটাং শুনে
রাস্তা করে দিই ।
যাই তাল মিলিয়ে আপন মনে । গলিপথ
যেন কাঁধে হাত রাখে । প্রিয় পথের ভেতর
সব কিছু ছুঁয়ে দিই নিরুচ্চার আবেগে ।
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ১০। ২। ২০২১ বিকাল ৪ টা ১০ মিনিট । হেঁটে যাই যখন , তখন মুখ সামনের দিকে থাকে । রাজপথ ছাড়িয়ে গলিপথে হেঁটে যাবার সময় আলাদা করে ভেবে দেখি না আমি কোন্ পথে যাচ্ছি । পৃথিবীর অলিগলি দিয়ে হেঁটে পাই নানান বৈপরীত্য, আকর্ষণ । যা ভেতরে আলোড়ন আনে ।
শব্দসূত্র : গলি দিয়ে হাঁটি
হাঁটি গলিপথে । আলাদা আকর্ষণে ।
বাড়িঘর এবড়োখেবড়ো রাস্তাঘাট
আমায় বন্ধু করে নিতে চায় ।
হাঁটি নিজের মতো । শুনি শঙ্খধ্বনি ,
পাই ধূপধুনো গন্ধ, রিকশোর টুংটাং শুনে
রাস্তা করে দিই ।
যাই তাল মিলিয়ে আপন মনে । গলিপথ
যেন কাঁধে হাত রাখে । প্রিয় পথের ভেতর
সব কিছু ছুঁয়ে দিই নিরুচ্চার আবেগে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন