চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৪
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ২৬-০২-২০২১; সন্ধ্যা৬:৪০; কথা বলছে ৷ মাইক ৷ রাজনীতির কথা ৷ মানুষ কথা বলছে না ৷৷ মানুষ কথা বললে ৷ মাইকের আওয়াজে ৷ ভীত হয়ে উঠতো না ৷ পাখিরা ৷৷ গাড়ির চাকারা ৷ শুনছে ৷ শুনছে না ড্রাইভার ৷৷ শহরে ঢুকে পড়া ৷ ক্ষুধার্ত ৷ ভীত ৷ দিশেহারা হাতিও বুঝতে পারছে ৷ ভোট আসছে ৷৷ শ্রোতারা বলছে ৷ চলো ৷ অন্তত ভোটের আনন্দটুকু নিই ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন