শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৯৭ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৯৭ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৯৭ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ৫। ২। ২০২১ সকাল ৯টা ৪০মিনিট । প্রকৃত নিখুঁত কি করা যায়,  এই নিয়ে ভাবতে ভাবতে অনেক খুঁত চোখের সামনে আমার । নিখুঁত হওয়ার সাধনা করতে করতে যদি জীবন যায় তবে কি ঠিকঠাক নিজের কাজ করা যায়  ! দোষে গুণের মানুষ তাই পৃথিবী জুড়ে । যা আরামদায়ক আর সহজ ।


শব্দসূত্র  :  নাও নিখুঁত হও


নাও, দোষ গুণের  জীবন  নাও ।   গড়ে উঠুক সহজ সরল সব অনুভূতি । হল্লা হাসির জীবনে লেগে থাকে হাজারো খুঁত । তবু কত সহজে সকলে মানিয়ে নেয় ! বরং নিখুঁত মানুষ নিয়ে সাধারণের বড় জটাজাল । ভোঁতা আবেগের ভেতর দিয়ে মাঝেমধ্যে বিচ্ছুরিত হয়  গভীরতা । যা বিস্ময় জাগায় । নাও,  সাজিয়ে নাও ঠিক ভুলের জীবন,  মমতায় ।


প্রকৃত নিখুঁত কি কেউ হয়? প্রকৃত সত্য কি কেউ ছুঁয়ে থাকে? ।প্রকৃত গুণাবলি মেলে ধরে কেউ কি বলে,  হও নিখুঁত । নিখুঁতেরও নিখুঁত থাকে । তার থেকেও  পাওয়া যায় হরেক খুঁত । কে করবে  তার সমাধান!


হও অন্তত এমন মানুষ যাকে পড়ে নেওয়া যায় এক লহমায় । রাখি মাটিতে পা যাতে ছুঁয়ে থাকা যায় বাস্তব ।গড়ে নিতে পারি নিজেকে ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...