শব্দব্রাউজ ৯৬ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৯৬। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ৪। ২। ২০২১ সকাল ৯টা ৪৫মিনিট । ' চিজ ' শব্দটির খারাপ ভালো দু- রকমের ভাবনাকে প্রশ্রয় দেয় । চতুরতার কারনে যে ' চিজ ' শব্দ গড়ে ওঠে তা নিয়ে আমরা হাসাহাসি করি, আবার উচ্ছ্বল মহিলা দেখেও । সবই আমাদের বিনোদনের । সবই ।
শব্দসূত্র : চিজ বড়ি হ্যায়
চিজ আর ছিঁচকে শয়তানি যদি একই কথার অনুবাদ হয়েওঠে তবে তার ভেতরে খুঁজি কোন কথাটা বেশি লাগসই । নিপুণভাবে ভেবে চলি চরিত্রগত বিশ্লেষণ করে । চিজ জীবনের ভেতর যারা থাকে তারা নিত্যি নতুন কৌশলে বাঁচে । মহানন্দে জীবন কাটায়, মানুষ তাদের দেখে আর চিজ কথাটির সঙ্গে মেলায়।
চিজ যখন বড়িয়া নাচাগানার সঙ্গে মাতায়, তখন বাস্তব ভুলি । আট থেকে আশি তার সঙ্গে পা মেলায়।নিজেকে ব্যতিক্রমী ভাবে । দেখনদারির বাইরের দুঃখ তারা জানতে চায় না । রঙিন হুল্লোড় মরিচিকার মতো ছুটিয়ে বেড়ায় ।
' সব ঝুট হ্যায়, তফাৎ যাও ' বলতে বলতে মেহের আলী চলে গেলেও অবিশ্বাসের ভেতরেও বিশ্বাস দোলে । তা নিয়ে ক্ষুধিত পাষাণ লেখা হয় । তা নিয়ে ভেবে চলি । নিজের মতো ।
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ৪। ২। ২০২১ সকাল ৯টা ৪৫মিনিট । ' চিজ ' শব্দটির খারাপ ভালো দু- রকমের ভাবনাকে প্রশ্রয় দেয় । চতুরতার কারনে যে ' চিজ ' শব্দ গড়ে ওঠে তা নিয়ে আমরা হাসাহাসি করি, আবার উচ্ছ্বল মহিলা দেখেও । সবই আমাদের বিনোদনের । সবই ।
শব্দসূত্র : চিজ বড়ি হ্যায়
চিজ আর ছিঁচকে শয়তানি যদি একই কথার অনুবাদ হয়েওঠে তবে তার ভেতরে খুঁজি কোন কথাটা বেশি লাগসই । নিপুণভাবে ভেবে চলি চরিত্রগত বিশ্লেষণ করে । চিজ জীবনের ভেতর যারা থাকে তারা নিত্যি নতুন কৌশলে বাঁচে । মহানন্দে জীবন কাটায়, মানুষ তাদের দেখে আর চিজ কথাটির সঙ্গে মেলায়।
চিজ যখন বড়িয়া নাচাগানার সঙ্গে মাতায়, তখন বাস্তব ভুলি । আট থেকে আশি তার সঙ্গে পা মেলায়।নিজেকে ব্যতিক্রমী ভাবে । দেখনদারির বাইরের দুঃখ তারা জানতে চায় না । রঙিন হুল্লোড় মরিচিকার মতো ছুটিয়ে বেড়ায় ।
' সব ঝুট হ্যায়, তফাৎ যাও ' বলতে বলতে মেহের আলী চলে গেলেও অবিশ্বাসের ভেতরেও বিশ্বাস দোলে । তা নিয়ে ক্ষুধিত পাষাণ লেখা হয় । তা নিয়ে ভেবে চলি । নিজের মতো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন